Home » কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার ও ধারালো চাকু উদ্ধার

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার ও ধারালো চাকু উদ্ধার

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার ও ধারালো চাকু সহ উদ্ধার করা হয়। গত ২০/০৭/২০২০খ্রি: তারিখ জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রীজের পশ্চিম পার্শ্বে সারদা হলের সামনে অভিযান পরিচালনা করিয়া ১। মো: শাহিদুল ইসলাম (১৯) পিতা-মৃত কাফিউল ইসলাম, মাতা-পিয়ারা বেগম, সাং-বীরগাও (পো: পাগলা), থানা-দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ বর্তমান: গ্রাম- আখালিয়া (ধানুহাটারপাড় মাছ বাজার) থানা- কোতোয়ালী, জেলা-সিলেট। ২। জুয়েল আহমদ (১৮) পিতা-খালিক ইসলাম, মাতা-খোদেজা বেগম, সাং-খাগাউড়া, পানিউন্দা, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, বর্তমান: গ্রাম- গোয়াবাড়ী (রাইট ওয়ে স্কুলের পার্শ্বে) থানা- এয়ারপোর্ট, সিলেট। ৩। মো: সুমন আহমদ (১৯) পিতা-মো: আলী হোসেন, মাতা-সিমা বেগম, সাং-হাওলাদারপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট। ৪। জালাল আহমদ (১৮) পিতা-আব্দুল খালিক, মাতা-আয়েশা বেগম, সাং-দেওপুর, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা, বর্তমানে-মদিনা মার্কেট (বনফুলের পিছনের বাসা), থানা-জালালাবাদ, জেলা-সিলেট দের গ্রেফতার করেন।

ধৃতদের দেহ তল্লাশী করে ০৩টি ধারালো টিপ চাকু উদ্ধার পূর্বক জব্দ করেন। ঘটনার বিষয়ে এসআই(নি:) মোঃ আব্দুল বাতেন ভ‚ঁইয়া বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৮, তাং-২০/০৭/২০২০খ্রিঃ রুজু করা হয়। উক্ত মামলায় ধৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি কোতোয়ালি মডেল অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *