Home » শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, ৩ শিক্ষক গ্রেফতার

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, ৩ শিক্ষক গ্রেফতার

অনলাইন সংস্করণ: ফেসবুকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়। গ্রেফতার শিক্ষকরা হলেন- ফরক্কাবাদ মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান শরীফ (৪০), ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক নোমান সিদ্দীকী (৩৫) ও ইসলামী ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর আলম (৪০)। তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে। তারা তিনজনই চাঁদপুরের।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আইসিটি আইনে এক মামলায় আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে এই অভিযান চালানো হয়েছে। ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে ওই ৩ শিক্ষককে গ্রেফতার করা হয়। এছাড়া এ বিষয়ে একটি জিডিও রয়েছে।

তিনি আরও বলেন, ভুয়া ফেক আইডি ব্যবহার করে এসব শিক্ষকরা নানা অপপ্রচারে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, আইসিটি মামলার বাদী হলেন ওই এলাকার শিক্ষক হান্নান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *