করোনা বিরতির পর সমর্থকদের মন টানতে পারেনি ক্লাব বার্সেলোনা। একের পর এক ড্র করে শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল।
তবুও সমর্থকরা আশায় বুক বেঁধেছিল অন্ততপক্ষে ওসাসুনার বিপক্ষে জয় পাবে কাতালানরা।
কিন্তু সেটিও ব্যর্থ হয়েছে মেসিরা। সবাই বুঝে গেছে বার্সার অবস্থা আর আগের মতো নেই। আগে যে ক্লাবটা এক মৌসুমেই ছয়টা শিরোপা জিতেছে, চলতি মৌসুমে একটা শিরোপাও পায়নি।
এতে অনেকে অধিনায়ক মেসিকে দায়ী করলেও বিষয়টি সেভাবে মেনে নিতে রাজি নন বার্সার সাবেক তারকা দানি আলভেজ।
ব্রাজিলের এই কিংবদন্তি রাইটব্যাকে মতে, দিনশেষে ফুটবল এগারোজনের খেলা, দলের ব্যর্থতা শুধু একজনের ঘাড়ে চাপিয়ে দেয়া যায় না।
১৭ জুলাই ওসাসুনার সঙ্গে বার্সার হারের পর এ বিষয়ে কাতালুনিয়া রেডিওকে দেয়া সাক্ষাৎকারে আলভেজ বলেন, মেসি একজন জাত বিজয়ী। ও কখনোই হারতে পছন্দ করে না। আমার মনে হচ্ছে, দলকে জেতানোর জন্য ঠিকঠাক সহযোগিতা পাচ্ছে না মেসি। আমাদের সময় মেসিকে যথাযোগ্যভাবে সাহায্য করেছি। জাভি-ইনিয়েস্তা-পুয়োল-পিকেরা তাকে মাঠে সেভাবে সাপোর্ট দিয়েছিল। কিন্তু এখন তেমনটা দেখছি না। আমি বলতে চাই, একটা শীর্ষস্থানীয় ক্লাব হতে গেলে মেসি একা কিছু করতে পারবে না। কারণ দিনশেষে মেসিও একজন মানুষ।
হতাশ হয়ে মেসি যদি ক্লাবই ছেড়ে দেন? এমন আশঙ্কা আলভেজেরও আছে।
আলভেজ বলেন, আমারা মনে হয় না মেসি অমনটা করবে। তবে যদি চলে যায় ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ভুল হবে সেটা। তাই ওকে যথাযোগ্য সম্মান দেয়া উচিত। আমার মতে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ক্যাম্প ন্যু থেকে লিও মেসি করা উচিত।
তথ্যসূত্র: মার্কা
প্রতিনিধি