Home » রিপন হত্যায় জড়িত এজাহারনামীয় ২ আসামী গ্রেফতার

রিপন হত্যায় জড়িত এজাহারনামীয় ২ আসামী গ্রেফতার

শ্রমিক নেতা মো: ইকবাল হোসেন রিপন হত্যায় জড়িত এজাহারনামীয় ০২(দুই) আসামী হাবিবুর রহমান মিন্টু (৩২) ও মো: ইসমাইল আহমদ (৩১) গ্রেফতার ,গত ১০/০৭/২০২০ তারিখ রাত অনুমান ১০.০৫ ঘটিকায় দক্ষিণ সুরমা থানার ভাবনা পয়েন্টে ভাবনা রেষ্টুরেন্টের সামনে পূর্ব শত্রæতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে সিলেট বিভাগীয় ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন রিপন’কে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় তার সঙ্গীয় বাবলা তালুকদারকে কুপিয়ে আহত করলে তিনি দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। দুষ্কৃতিকারীগন ঘটনা ঘটিয়ে ঈঘএ অটো রিক্সা ও মোটরসাইকেল যোগে দ্রæত পালিয়ে যায়। গুরুতর আহত শ্রমিক নেতা মো: ইকবাল হোসেন রিপন’কে লোকজন চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এই হত্যার ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার তমা ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৫/৭ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তাং-১১/০৭/২০২০খ্রি: রুজু করা হয়। ঘটনার পরপর পুলিশ এজাহারনামীয় আসামী নোমান আহমদ ও ঘটনায় জড়িত সন্দেহে সাদ্দাম হোসেন এবং মো: তারেক আহমদ’কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ইতোমধ্যে গত ১৫/০৭/২০২০খ্রি: তারিখ আসামী মো: তারেক আহমদ দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।

পরবর্তীতে এজাহারনামীয় আসামীদের কথোপকথনের সূত্র ধরে সংশ্লিষ্ট হিসেবে র‌্যাব-৯ এর সহযোগীতায় ওমর খইয়াম সাওগন (২৫) ও গত ১৭/০৭/২০২০খ্রি: তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকার সময় ছাতক থানাধীন ছাতক বাসষ্ট্যান্ড সংলগ্ন মো: ছায়েদ আলীর ফার্নিচারের দোকানের সামনে হইতে ১। হাবিবুর রহমান মিন্টু (৩২) পিতা- মৃত বশির মিয়া, সাং- কাজিরখলা, বরইকান্দি, ১নং রোড, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট এবং গত ১৭/০৭/২০২০খ্রি: তারিখ রাত ২২:০০ ঘটিকার সময় মোগলাবাজার থানাধীন দাউদপুর সাকিনস্থ মৃত হোসেন আলীর বাড়ী হইতে ২। মো: ইসমাইল আহমদ (৩১) পিতা- মৃত ফরিদ মিয়া, সাং- কাজিরখলা, বরইকান্দি ১নং রোড, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মো: ইসমাইল আহমদ আলোচিত মামলার এজাহারনামীয় ১নং আসামী ইজাজুল এর আপন বড় ভাই হয়। তাহাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। অচিরেই তাদেরকে রিমান্ডে আনিয়া নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে অপরাপর আসামীদের গ্রেফতার ও রহস্য উদঘাটনের উদ্দ্যোগ গ্রহন করা হয়।

আলোচিত শ্রমিক নেতা হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে সরকারের আইন প্রয়োগকারী সকল সংস্থা একযোগে কাজ করছে। অচিরেই সংশ্লিষ্ট সকল আসামীদের গ্রেফতার করে বিচারের মুখামুখি করে ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আশাবাদী। বিষয়টি নিশ্চিত করেছেন আখতার হোসেন, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *