সিলেট এমসি কলেজ খেলার মাঠে গরুর হাট বসানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে মাঠের প্রদান গেইটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
শনিবার (১৮ জুলাই) মাঠের সম্মুখে বিশাল মানববন্ধনে তারা অভিলম্বে সিসিকের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানায়।
সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এমসি কলেজ খেলার মাঠকে শুধুমাত্র খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবী জানান।
বক্তারা বলেন, বর্তমান করোনা মহামারি দুর্যোগে এখানে গরু ছাগলের হাট বসানো এই এলাকায় করোনা ছড়িয়ে পড়ার আশংঙ্কা রয়েছে। এতে করে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের পাশাপাশি মাঠের আশপাশের সবাই হুমকির সম্মুখিন হবেন।
মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা এমসি কলেজ খেলার মাঠে গরুর হাট বসানোর প্রতিবাদে মাঠের প্রধান গেইটে তালা ঝুলিয়ে দেয়।
প্রতিনিধি