Home » মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে ২৪ পিচ ইয়বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি আটক

মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে ২৪ পিচ ইয়বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি আটক

মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) সৌমেন দাস সঙ্গীয় এসআই(নিঃ)আবু রায়হান নূর, এএসআই(নিঃ) মোঃ আব্দুস সামাদ, এএসআই(নিঃ) মুহিবুর রহমান, কনস্টেবল আবু সুফিয়ান, কনস্টেবল আলম হোসেন, কনস্টেবল মকবুল হোসেন, কনস্টেবল সেলিম উদ্দিন-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ঈদগাহস্থ আল্লাহু পয়েন্ট মাজিদ ভিলা অন্তরঙ্গ ৫৬ বাসার মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে রাসেল মিয়া (২৭), পিতা- মৃত আমজাদ হোসেন, মাতা- পারভীন বেগম, সাং- মইডাইল, ঠাকুরবাজার, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার নামীয় এক মাদক ব্যবসায়িকে আটক করেন। আটককালে উক্ত আসামীর হেফাজত হতে ২৪ (চব্বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায় যে, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সিলেট শহরে ভাসমান থেকে ঘটনাস্থল এলাকার মাদক সেবীদের নিকট খুচরা হিসেবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে থাকে।

উক্ত মাদক ব্যবসাায়িকে আসামী করে এসআই(নিঃ)/ সৌমেন দাস কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *