অনলাইন ডেস্ক: করোনাভাইরাস মহামারির দ্বিতীয় কেন্দ্র হয়ে উঠেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। যুক্তরাষ্ট্রের পরেই দেশটিতে সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছেন। গত একদিনে বিশ্বের সবেচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় ৭৭ হাজার মানুষের।
গত একদিনে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮২৯ জন এবং মৃত্যু হয়েছে ১২৯৯ জন। খবর ওয়ার্ল্ডোমিটারের।
ব্রাজিলে এখন পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৮২২ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার ২৫ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ১১৮ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৭৯ হাজার ৬৩৩ জন।
শুক্রবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৬০৩ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৯২ হাজার ৬৭৭ জন। সুস্থ হয়েছেন ৮২ লাখ ৭৭ হাজার ৭৪১ জন।
প্রতিনিধি