আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
আজ দুপুরে নগর ভবনে ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির ২য় পর্যালোচনা সভা শেষে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন ও জনগণকে অনুরোধ জানান ডিএসসিসি মেয়র।
তাপস বলেন, ‘আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করুন, যে বাড়িতে কোভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছে সেই বাড়ির বাসিন্দারা বাড়ির বাইরে যেতে পারবেন না।’
মেয়র আরও বলেন, ‘ই-কমার্স প্লাটফর্মের সুনির্দিষ্ট ব্যক্তির নামের তালিকা প্রদান করতে হবে এবং তালিকার বাইরের কেউ সেখানে যাতায়াত করতে পারবেন না। প্যাসিফিক ফার্মাসিউটিক্যালসসহ সকল সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ থাকবে।’
এ সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ লকডাউন কার্যকরে জনগণকে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ করেন মেয়র।
আমাদেরসময়
প্রতিনিধি