Home » আমি মৃত্যুশয্যায়, লেখার কয়েক ঘণ্টা পরই অভিনেত্রীর মৃত্যু

আমি মৃত্যুশয্যায়, লেখার কয়েক ঘণ্টা পরই অভিনেত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড অভিনেত্রী দিব্যা চৌকসি লিখেছেন, ‘আমি মৃত্যুশয্যায় রয়েছি।’ ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন এই অভিনেত্রী। তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন তার মামাতো বোন সৌম্যা অমিশ বর্মা।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ফুপাতো বোন দিব্যা চৌকসি খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন ক্যানসারের কারণে। লন্ডন থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিল দিব্যা, মডেল হিসেবেও পরিচিত ছিল। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি।’

মৃত্যুর আগে দিব্যা তার ইনস্টাগ্রামে আরও লিখেছেন, ‘আমি যা বলতে চাইছি সেটা হয়তো শব্দ দিয়ে বোঝাতে পারব না। গত কয়েক মাস যাবৎ আমি পালিয়ে বেড়িয়েছি, চারদিকে অনেক প্রশ্ন… সময় এসে গেছে তোমাদের সকলকে বলবার-আমি মৃত্যুশয্যায়…কিন্তু এমনটাও ঘটে, আমি খুব শক্তিশালী যদিও…ফিরে আসব এমন এক জীবন নিয়ে যেখানে কোন যন্ত্রণা থাকবে না। দয়া করে আর কোনও প্রশ্ন করবেন না। ঈশ্বর জানেন, তোমরা সকলে কতখানি গুরুত্বপূর্ণ ছিলে।’

এর আগে, গত ১৪ মে দিব্যা তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট করেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে আর দেখা যায়নি। উল্লেখ্য, ২০১৬ সালে ‘হ্যায় আপনা দিল তো আওয়ার’ ছবিতে অভিনয় করেছেন দিব্যা চৌকসি।

সূত্র: আমাদেরসময়

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *