স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানা শিক্ষা কার্যক্রম চালু করতে অনুমতি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুল কালাম আজদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার প্রাদুর্ভাবের পর থেকেই অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মতোই হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবিচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার জন্য আবেদন করা হয়েছে।
সেই আবেদন যথাযথ বিবেচনার পরই শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারিকৃত সব প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রতিনিধি