সিলেট বিভাগ বিএনপির অভিভাবক, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক, সিলেট জেলা ও মহানগরের সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক একেএম তারেক কালাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট মুহুর্তে সিলেট বিভাগ বিএনপি তার অভিভাবককে হারালো। এম এ হকের শুন্যতা পূরণ হবার নয়। বৃহত্তর সিলেটে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যক্রম গতিশীল করতে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যদেরকে তিনি নিজের পরিবার মনে করে সব সময় পাশে থেকেছেন।
দেশ, জাতি ও মানবতার কল্যানে তিনি অগ্রনী ভুমিকা পালন করেছেন। এম এ হকের মৃত্যুতে গোট সিলেটবাসী আজ শোকাহত। সুযোগ্য নেতৃত্ব্ ও অমায়িক ব্যবহারের মাধ্যমে তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব। আল্লাহ মরহুম এম এ হক সাহেবকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
প্রতিনিধি