Home » চীন-ভারত উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনা সমাবেশ

চীন-ভারত উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনা সমাবেশ

গলওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়। গুরুতর আহত হয় আরো ৭৬ জন। এর পর থেকেই সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এর মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান।

এ ব্যাপারে ভারতের ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি রাজু বলেছেন, ‘লাদাখ পরিস্থিতির কোনো প্রভাব এখনো কাশ্মিরে পড়েনি। ১৪ নম্বর কোর সেখানকার পরিস্থিতি সামলাচ্ছে। অতিরিক্ত বাহিনী কাশ্মির হয়ে লাদাখ গেছে। কারণ সেটাই লাদাখ যাওয়ার স্বাভাবিক পথ। তবে পাকিস্তানও সেনা সমাবেশ করছে।’

তিনি বলেন, ‘পাকিস্তান সম্প্রতি জানিয়েছিল তারা ভারতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছে। হয়তো তারা নিজেদের সুরক্ষার জন্যই সেনা সমাবেশ করেছে। তবে আমরাও সতর্ক আছি।

সূত্র : আনন্দবাজার

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *