Home » মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

সুশিক্ষা জাতির মেরুদণ্ড এই প্রতিপাদ্য সামঞ্জস্য পূর্ণ একজন জাতির সুযোগ্য সন্তান ৭১ এর রনাঙ্গনে ত্যাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আহাদ। ২৫ জুন বৃহস্পতিবার এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় তিনি এ পদে মনোনীত হওয়ায় তার নাম ঘোষণা করা হয়।

গোলাপগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সচিব মো. বকুল মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য অনিমা রানী দাস, নুরুল ইসলাম, মিছবা উদ্দীন, আব্দুল আউয়াল, মাহবুব উদ্দীন রুজি, নজরুল ইসলাম, রেজাউল করিম, রুবিনা বেগম প্রমুখ।

এদিকে এক বার্তায় বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আহাদ মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আহাদ হাওরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন এবং গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ ডেপুটি কমান্ডার নির্বাচিত ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পূর্ব তিনি মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *