Home » সিলেট-ঢাকা মহাসড়কের দুই স্থানে চারদিন যানবাহন চলবে না

সিলেট-ঢাকা মহাসড়কের দুই স্থানে চারদিন যানবাহন চলবে না

সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর এলাকায় দু’টি সেতুর মেরামত কাজের জন্য চারদিন এ পথে সকল ধরনের যানবাহন চলবে না। এতে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সিলেট সড়ক ও জনপদ বিভাগ।

সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আগামী (জুলাই) মাসের ৩ তারিখ ভোর ৬টা হতে ৭ তারিখ ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২ তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে। মেরাতম কাজ চলাকালীন সেতু দু’টির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

তাই সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *