Home » সাপাহারে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও কমিউনিটি ক্লিনিকে ঔষধ বিতরণ

সাপাহারে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও কমিউনিটি ক্লিনিকে ঔষধ বিতরণ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নওগাঁর সাপাহার ১নং সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ক্রীড়া সামাগ্রী ও কমিউনিটি ক্লিনিকে ঔষধ বিতরণ করা হয়েছে।
২০১৯-২০২০ বার্ষিক উন্নয়ন এডিপি তহবিল কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে বছরব্যাপী প্রতিষ্ঠান গুলোর উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে সাপাহার ১নং সদর ইউনিয়ন পরিষদ। তারই পেক্ষিকে বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী ও ঔষধ বিতরণ করেন উপজেলা প্রকৌশলী (এলজিডি) মোহাম্মদ আলমগীর হোসেন, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, রাজ্যধর প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সৃষ্টি একাডেমির প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা প্রমুখ।
বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ৩টি কমিউনিটি ক্লিনিকে ঔষধ, চেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৮টি ফুটবল, ৪৬টি সিলিং ফ্যান, ক্রিকেট সেট ৫টি, কেরামবোর্ড ৩টি সহ প্রয়োজনীয় উপকরণ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *