Home » সিলেটকে শেষ বিদায় জানিয়ে ঢাকায় গিয়েছিলেন সাবেক মেয়র কামরান

সিলেটকে শেষ বিদায় জানিয়ে ঢাকায় গিয়েছিলেন সাবেক মেয়র কামরান

গত ৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান। এদিন থেকে বাসায় চিকিৎসা দেওয়া হলেও পরদিন ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৭ জুন সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাঁকে।

এয়ার এম্বুলেন্সযোগে ঢাকায় যাওয়ার আগে কামরান নগরবাসীসহ সবার কাছে দুই হাত তুলে দোয়া চান। এসময় তাকে বিদায় দিতে যাওয়া নেতাকর্মীদের কামরান বলেন, এই হয়ত শেষবারের মত সিলেট ত্যাগ করছেন। আর হয়ত সিলেটে তাঁর ফেরা হবে না। সেই সাথে তাঁর পরিবারের পাশে থাকার জন্যও সেদিন নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সেদিন শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে বিদায় জানাতে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও বুঝতে পারেন নি এটাই তাদের সাথে প্রিয় নেতা কামরানের শেষ সাক্ষাৎ।
আবার অসুস্থ অবস্থায় আইসিইউর বেডে থেকেই বারবার ছেলের কাছে সিলেটে চলে আসার আবদার জানিয়েছিলেন কামরান।

সোমবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যুবরণ করেন বদরউদ্দিন আহমদ কামরান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *