Home » মধ্যরাতে ৬.৬ মাত্রার প্রবল ভূমিকম্প

মধ্যরাতে ৬.৬ মাত্রার প্রবল ভূমিকম্প

টোকিও: মধ্যরাতে ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ৬.৬। রবিবার জাপানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

মধ্যরাতে অর্থাৎ জাপানের স্থানীয় সময় ১২ টা ৫১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। যদিও এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি হয়নি।

সমুদ্র থেকে ১৬০ কিলোমিটার নীচে এই কম্পনের উৎসস্থল। জাপানের একটি আংশে ছাড়াও ওকিনাওয়াতে এই কম্পন বিশেষভাবে অনুভূত। তীব্র কম্পনে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে সাধারণত এই ধরনের ভূমিকম্প হলে হাওয়াই দ্বীপে সুনামির আশঙ্কা থাকে। তবে, এক্ষেত্রে এখনও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

দিন চারেক আগেই ভূমিকম্প হয় আন্দামানে। গত ১০ জুন রাত ২ টো ১৭ নাগাদ কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেল অনুযায়ী ৪.৩ ম্যানিটিউড ভূমিকম্প অনুভব করেছে আন্দামানের দিগলিপুর।

দ্য ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আন্দামানের দিগলিপুর থেকে ১১০ কিমি উত্তর পশ্চিমে।

ঘটনায় এখনও কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনিতেই লকডাউনের পর থেকে বারবার ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। তবে দেশের মধ্যে বারংবার ভূমিকম্পের জেরে চাপা আতঙ্ক দানা বাঁধছে দেশবাসীর মনে। তবে কি এই ছোট ছোট ভূমিকম্প বড় কোনও প্রলয়ের ইঙ্গিত দিচ্ছে?

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *