করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে গেল কয়েকদিন ধরে সিলেটে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এসব অভিযানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা দেখা হচ্ছে। আজ শনিবার সিলেটে ১৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জরিমানা করা হয়েছে ১৪০ জনকে।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার শাম্মা লাবিবা অর্নব জানান, শনিবার সকাল ১১টা থেকে দিনব্যাপী অভিযানে গণপরিবহনসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় ১৪০ জনকে জরিমানা করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহানগরী এলাকায় ৮টি এবং উপজেলা পর্যায়ে সহকারি কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ১১টি অভিযান চালানো হয়।
বার্তা বিভাগ প্রধান