নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধা মা ও বড় ভাইকে মারপিট সহ বাড়ি ঘর দোকান পাট ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তহীন অবস্থায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগীর অভিযোগে জানা গেছে ,উপজেলার কলমুডাঙ্গা বিশ্বাস পাড়ার মৃত: এসলাম আলীর বৃদ্ধা স্ত্রী মুল্লিকা বেগম তার নিজ নামীয় কিছু সম্পত্তি বড় ছেলে নুরুল ইসলামের নামে দলিল করে দেয়। এ ঘটনায় বৃদ্ধার মেজো ছেলে কেরামত আলীর সাথে বৃদ্ধা মল্লিকা বেগম ও বড় ছেলে নুরুল এর মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ শুরু হয়।
প্রথম ঘটনার দিন গত ২৩ মে সকাল ১১টার দিকে ওই বৃদ্ধার জমির ধান মেজো ছেলে কেরামত ও তার ছেলেরা জোর পুর্বক কেটে এনে মাড়াই করতে থাকে। এ সময় বৃদ্ধা মল্লিকা বেগম তার ধান চাইতে গেলে কেরামত আলী ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা মাকে চুলের মুঠি ধরে আছাড় দেয়। এ সময় বড় ছেলে নুরুল আহত মাকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় ও থানায় কেরামতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এএসআই আব্দুল আজিজ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। এতে সে আরোও ক্ষিপ্Í হয়ে উঠে।
গত ৬ জুন শনিবার সকাল ১০টার দিকে কেরামত আলী ও তার ছেলেরা জোর করে নরুলের বাড়িতে প্রবেশ করে আবারো বৃদ্ধা মল্লিকা বেগম ও তার বড় ছেলে নুরুল কে মারপিট করে গুরুত্বর জখম করে। গ্রামের লোকজন আশংকা জনক অবস্থায় বৃদ্ধা মা মুল্লিকা বেগম ও তার ছেলে নুরুল ইসলাম কে উদ্ধার করে ওই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ দিকে তারা হাসপাতালে চিকিৎসাধীন থাকা কালে গত রবিবার সকালে কেরামত আলী ও তার ছেলেরা আবারো নুরুলের বাড়ির ভিতরে প্রবেশ করে ইটের প্রাচীর ও তার দোকান ঘর ভাংচুর করে।
নুরুল ইসলাম অভিযোগ করেন, এ সময় তার দোকান থেকে বেশ কিছু টাকা ও মালামাল লুটপাট হয়ে গেছে। তিনি ন্যায় বিচারের আশায় দিনের পর দিন প্রশাসন সহ বিভিন্ন মহলে ধর্না দিয়ে আসছেন। এ দিকে ঘটনার পর থেকে কেরামত আলী নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে কেরামত আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বড় ভাই নুরুলের সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তার বসত বাড়ির জায়গা নুরুল জবর দখল করে রেখেছে।
সংঘঠিত ঘটনা ও অভিযোগের বিষয়ে তদন্তকারী পুলিশ অফিসার এএসআই আব্দুল আজিজ জানান, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক ভাবে দ্বন্দ সৃষ্ঠি হয়েছে। বিষয়টির সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।