Home » আজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

আজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মোগলাবাজার থানার জিডি নং-৫৭৪, তারিখ-১১/০৬/২০২০খ্রিঃ অদ্য ১১/০৬/২০২০খ্রিঃ অনুমান ১০:১৫ ঘটিকায় মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের (শিববাড়ী বাজারের সন্নিকট) ষাটঘর নামক এলাকার রাস্তার পাশ হতে অজ্ঞাত অনুমান ৪০ বৎসর বয়সের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ। তার পরনে গ্যাবাডিন প্যান্ট এবং গায়ে চেক হাফ হাতা শার্ট ছিল। শার্টের পকেটে অঘজওখ স্প্র,গঅঢওগঅ-৪০ ও ডমিলিন ট্যাবলেট পাওয়া গিয়েছে । বর্তমানে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। উক্ত ব্যাক্তির পরিচয়ের জন্য মোগলাবাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা মোবাইলঃ ০১৭১৩-৩৭৫৪১৯ এবং ০১৭১৫-১২৮৮৯০ ও ০১৭৯১-১১১৩৪৯।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *