করোনা ঠেকাতে ফের মাঠে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী। মঙ্গলবার সকাল ১০টার দিকে ম্যাজিস্ট্রেট, র্যাব এবং পুলিশ সদস্যদের নিয়ে নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকায় অভিযান করেন। নগর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়ে কিন ব্রিজ এলাকা, সুরমা মার্কেট, বন্দর বাজার, হাসান মার্কেট, লালদিঘীর পাড়, করিম উল্লাহ মার্কেটসহ আশপাশের দোকানগুলো ঘুরে দেখেন।
এসময় তিনি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন। অন্যথায় সিটি কর্পোরেশন কঠোর ব্যবস্থা নেবে বলে হুশিয়ারি দেন।
এ ব্যপারে মেয়র আরিফ বলেন, সিলেটে যে হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে এতে আমরা সামনে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি। যে পরিমাণ হাসপাতাল সিলেটে আসে সবগুলো মিলিয়েও আমাদের রক্ষা হবে না। তাই আজ থেকে সিটি কর্পোরেশন অভিযানে নেমেছে। যারাই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সেই সাথে সিটি কর্পোরেশনের মালিকানাধিন মার্কেটগুলো তিনি আগামী এক সপ্তাহ দোকান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামসহ, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি