অধ্যক্ষ মোঃ শাহজাহান সাজু
সোমবার ১২:২০ মিনিট স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘ভার্চ্যুয়াল’ সংবাদ সম্মেলনে দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগদানের জোর দাবি জানানো হয় এবং দাবিগুলো তিনি তুলে ধরেন। বর্তমানে প্রাথমিকে প্রচুর শিক্ষক সংকট বিদ্যমান এই শিক্ষক সংকট দূরীকরণে ও প্রাথমিক শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীকে নিয়োগ দিতে তিনি আহ্বান জানান। তাছাড়া বেসরকারি শিক্ষকদের বদলি কার্যকর করার দাবি বিশেষভাবে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শুনান স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান সাজু। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপ সভাপতি প্রফেসর ডক্টর আবদুল মান্নান চৌধুরী। লিখিত বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন করোনায় শিক্ষা সেক্টর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মোঃ শাহজাহান সাজু আশাবাদ ব্যক্ত করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ অচিরেই সকল সংকট মোকাবেলা করে আবার শক্ত হাতে ঘুরে দাড়াবে। সংবাদ সম্মেলনে সকল শিক্ষকদের সকল প্রতিকুল অবস্থা মোকাবেলা করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানান।
উল্লেখ্য যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ মোট ২৪ লক্ষ প্রার্থী অংশগ্রহণ করে এর মধ্য থেকে প্রায় ৫৫ হাজার প্রার্থী উত্তীর্ণ হয় যা মোট প্রার্থী ২.৩ শতাংশ। চূড়ান্তভাবে মনোনীত করা হয় ১৮ হাজার প্রার্থী কে আর লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পর্যাপ্ত শূন্যপদ থাকার পরেও নিয়োগ বঞ্চিত রাখা হয় ৩৭ হাজার প্রার্থীকে। তাই শূন্যপদ পূরণ করে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবি জানান।
অধ্যক্ষ মোঃ শাহজাহান সাজু
সাধারণ সম্পাদক
স্বাধীনতা শিক্ষক পরিষদ