Home » সিলেটে অভিযানে নামছে ৭টি স্প্যাশাল টিম

সিলেটে অভিযানে নামছে ৭টি স্প্যাশাল টিম

প্রাণনাশী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নেওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে সিলেট বিভাগের চার জেলাকেই ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রাণালয়। সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন হিসেবে বাস্তবায়ন করা হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।

এরই পরিপ্রেক্ষিতে সিলেটেও করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব রক্ষায় জোরদার অভিযান চালাবে জেলা প্রশাসন। সেনাবাহিনী এবং স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় চালানো হবে এসব অভিযান। এর জন্য জেলা প্রশাসন গঠন করেছেন ৭টি স্প্যাশাল টিম। তবে এর জন্য নতুন করে লকডাউন নির্দেশনা আসছে না, আগের নির্দেশনার ভিত্তিতেই চালানো হবে অভিযান। স্বাস্থ্যবিধি রক্ষায় আগামীকাল মঙ্গলবার (৯ জুন) থেকে এসএমপির ৬টি থানা পুলিশের সহায়তায় সিলেট মহানগর এলাকায় ৭টি টিমে ভাগ হয়ে জোরদার অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন। এছাড়াও উপজেলা পর্যায়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে নিয়ে কঠোরভাবে অভিযান চালাতে নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে।

এই অবস্থায় সিলেটকে করোনার রেড জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত শনিবার (৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বশেষ আপডেট করা তালিকা অনুযায়ী সিলেটসহ দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে। সেই তালিকায় সিলেট বিভাগের চার জেলা- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারকে দেখানো হয় পুরোপুরি লকডাউন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *