নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা হাকিমুদ্দীন ওরফে হাকি কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বার্ধক্য জনিত কারণে তিনি রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবন উপজেলার ইসলামপুর গ্রামে ইন্তেকাল করেন (ইন্না…..রাজিউন)।
ওইদিন বিকেল ৫ টায় ইসলামপুর মাদরাসা মাঠে জেলা পুলিশের চৌকশ টিম গার্ড অব অনার শেষে মরহুমের মৃত দেহ স্থানীয় কবর স্থানে সমাহিত করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী সহ বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর পর তিনি ২ স্ত্রী, ২ ছেলে, ৭ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।