শারীরিক অবস্থার অবনতি ঘটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র করোনা আক্রান্ত বদর উদ্দিন আহমদ কামরানকে সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আজ শনিবার (৬ জুন) দুপুর ১২টার সময় হাসপাতালে যান। তার শরীরে অত্যধিক জ্বর রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি দুপুর সোয়া ১২টায় জানান, বদর উদ্দিন আহমদ কামরানের শরীরে অত্যধিক জ্বর রয়েছে। আমরা তাঁর চেকআপ করছি। চেকআপ শেষে সিদ্ধান্ত নেয়া হবে- ভর্তি করা হবে কি-না।
বার্তা বিভাগ প্রধান