Home » অভীপ্সা……. অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা লোপা

অভীপ্সা……. অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা লোপা

 

অস্তমিত সূর্যের ঘোর আঁধার রাতের শেষেই নিশ্চিত ভোর আসে।
চারদিক অন্ধকার করা ঘনকালো মেঘমালাও একসময় প্রবল বর্ষণে ঝরে যায়।
ফের সূর্য উদয়ের সাথে সাথেই আলোকিত হয়ে উঠে অন্ধকার জগৎ।🌅🌅
হয়তো সে বর্ষণে প্লাবিত হয়ে যায় কারো প্রাঙ্গণ। ভাসিয়ে নিয়ে যায় কারো শেষ সম্বল।
উপড়ে ফেলে কারো সযত্নে গড়ে তোলা ফুলবাগান।🌹🌷
কিন্তু তারপরও একসময় প্রকৃতি অালোয় ভেসে উঠে।
মাঝেমধ্যে সে আলো রংধনুর রং ছড়ায়🌈🌈
প্রতিকূলতার সাথে যুদ্ধ করে আবার মানুষ নতুন করে হিম্মত বুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়।এইতো মানুষ!!!
আলো আঁধার জীবনে আসবেই।
কারণ জীবনতো এ দুটিরই সম্মিলিত রূপ।
অন্তরেই যার আলো,সে আঁধারে কখনো ভয় পায়না।
সংকুচিত হয়ে আসা তার পৃথিবী তাকে দ্বিধাগ্রস্ত করতে পারে না।
ধেয়ে আসা তমসায় সে ভীত বিহব্বল হয়ে পড়েনা।
অন্তরের আলো তাকে সম্মুখে এগিয়ে যাওয়ার পথ দেখায়।
সে এগিয়ে যায় বিপদসংকুল কণ্টকাকীর্ণ পথের মধ্যখান দিয়ে।
তবে এ যাত্রাটা স্বল্প সময়ের।
তারপরেই আসে এক আলোকিত দিগন্তের হাতছানি,
যা তাকে ভুলিয়ে দেয় পথের সমস্ত শ্রান্তি…
ঊষার আলোয় নতুন করে খুঁজে পায় সে
বেঁচে থাকার অভীপ্সা।।।।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *