মঙ্গলবার (২ জুন) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৯৫ জন। এরমধ্যে বেশিরভাগ রোগীই সিলেট জেলায়। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে মৌলভীবাজার জেলায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত রোগী সিলেট জেলায় ৬০১, সুনামগঞ্জে ১৭৪, হবিগঞ্জে ১৯২ এবং মৌলভীবাজারে ১২৮ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১০১, সুনামগঞ্জে ৭১, হবিগঞ্জে ৯৩ এবং মৌলভীবাজারে ২ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন আরও জানায়, সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৩১৪ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৯৭, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ১০৩, মৌলভীবাজারে ৫১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ২৩ জন। এরমধ্যে সিলেটে ১৭, মৌলভীবাজারে চারজন, হবিগঞ্জে একজন এবং সুনামগঞ্জে একজন।
বার্তা বিভাগ প্রধান