শনিবার (৩০ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার বেসরকারি গবেষণা সংস্থা থেকে স্পেস এক্স’র এই রকেট উৎক্ষেপণ করা হয়।
২৮ মে উৎক্ষেপণের দিন ধার্য করা হলে উৎক্ষেপণের ১৫ মিনিট আগে বিরূপ আবহাওয়ার জন্য উৎক্ষেপণ স্থগিত করা হয়। পরবর্তী তারিখ ৩০মে উৎক্ষেপণের দিন ধার্য করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে অ্যাস্ট্রো-বেনকেন ও অ্যাস্ট্রো-হার্লে নামের নাসার দুই নভোচারীকে ড্রাগন-১ নামে নভোযান চড়ে ফ্যালকন-৯ নামে রকেটে করে উৎক্ষেপণ করা হয় । ২৭ঘন্টা ধরে দুই নভোচারী যাত্রা করেন রাশিয়ার ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে উদ্দেশ্যে।
উৎক্ষেপণের মুহূর্তে প্রার্থনা করছিলেন উল্লেখ করে নাসার অ্যাডমিনিস্টেটর জিম ব্রিডেনস্টাইন বলেন, বর্তমান সময় নিঃসন্দেহে কঠিন, তবে এই উৎক্ষেপণ মানুষকে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।
বার্তা বিভাগ প্রধান