সিলেটে দীর্ঘ দুই মাস পর করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও সীমিত আকারে সড়কে নেমেছে গণপরিবহন। সোমবার (১জুন) সারাদেশের মতো সিলেটে কদমতলী বাস টার্মিনাল থেকেই গণপরিবহন চলাচল শুরু হয়।
এদিকে গণপরিবহন পুনরায় চলাচল শুরু হওয়ায় টার্মিনালে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। কাউন্টারের বাইরে শারীরিক দূরত্ব নিশ্চিতের দায়িত্ব যেন কারো নেই। নেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা।
বাসের ভেতর শারীরিক দূরত্ব মেনে বসলেও বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের মানা হচ্ছে না নিরাপদ দুরত্ব।নগরীর বাস টার্মিনাল ঘুরে দেখা যায় গণপরিবহনে শারীরিক দূরত্ব বজায় রেখে যাত্রী উঠানামা করছেন। দীর্ঘ দুই মাস পরে আবারও সড়কে গণপরিবহন নামলেও দেখা যায়নি কোনো শৃঙ্খলা। ছেড়ে যাচ্ছে দূর পাল্লার বাস।
উল্লেখ্য-গতকাল রোববার করোনা ভাইরাস রোধে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে আজ থেকেই সিলেটে গণপরিবহন চলবে বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস- কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। তিনি বলেন সিলেটে সোমবার থেকে চলবে বাস সহ সকাল প্রকার গণপরিবহন।
প্রতিনিধি