Home » সিলেটে বোর্ডে এসএসসিতে ৪৩ স্কুলের সবাই পাস

সিলেটে বোর্ডে এসএসসিতে ৪৩ স্কুলের সবাই পাস

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটিই বেড়েছে। প্রাপ্ত ফলাফলে এবার সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন। এরমধ্যে ছেলের সংখ্যা ২ হাজার ৮১ এবং মেয়ের সংখ্যা ২ হাজার ১৮২। গতবছর পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ এবং জিপিএ-৫ এর সংখ্যা ছিল ২ হাজার ৭৫৭।

এবারের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ৯১২টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৩টি স্কুলের পাসের হার শতভাগ। অর্থাৎ এসব স্কুলের সকল পরীক্ষার্থী পাস করেছে।

এবছর সিলেট শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন। যার মধ্যে ৬৪ হাজার ৪৩৪ জন ছাত্রী ও ৪৯ হাজার ৯৭৩ জন ছাত্র। মোট পাশ করা শিক্ষার্থীদের সংখ্যায় ছেলেদের চেয়ে এগিয়ে ছিল মেয়েরা।

এবার মোট পাশ করেছেন ৯১ হাজার ৪৮০ জন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৩৯ হাজার ৫০৪ জন ছেলে ও ৫১ হাজার ৯৭৬ জন মেয়ে।

কোন শিক্ষার্থীই পাশ করেনি বা শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এবার সিলেটে নেই।

এবছর বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৬৪০ এবং পাসের হার ৯০ দশমিক ৪৬, মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৪ হাজার ৫৪৫ এবং পাসের হার ৭৪ দশমিক ৭৬ ও ব্যাবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২২২ এবং পাসের হার ৮৭ দশমিক ৪০।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *