যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ওপরে পুলিশি নির্যাতন ও তার মৃত্যুকে ঘিরে বিক্ষোভ ও অগ্নি সংযোগ অব্যাহত রয়েছে I
প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতিকে শান্ত করার উদ্যোগ না নিয়ে, বরঞ্চ টুইটারের মারফত উস্কানির পথ বেছে নিয়েছেন । তিনি বিক্ষোভকারীদের “Thugs ” বলে অবিহিত করেন । তিনি বলেন, লুটতরাজ করা হলে গুলি চালানো হবে । এর আগে বৃহষ্পতিবার টুইটার মারফত জর্জ ফ্লয়েডের মৃত্যুতে শোক প্রকাশ করেন ।
ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার বর্ণবাদী ঘটনায় সম্পৃক্ত হয়েছেন ।
ওদিকে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, নাম নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে উস্কানি ছড়িয়ে দেবার জন্য দোষারোপ করেন । তিনি বলেন অবাস্তব টুইটার করার সময় এটা নয়, এটা সত্যিকার নের্তৃত্ব দেবার সময় । যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
বার্তা বিভাগ প্রধান