নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে দীনেশ (৪২) নামের এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার তুলশীপাড়া গ্রামের মৃত ললিত এর ছেলে দীনেশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফুরকুটিডাঙ্গা (মদনশিং) একটি আম বাগানে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদিবাসীর লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতাহাল রিপোর্ট তৈরী করে লাশটি সাপাহার থানায় নিয়ে আসে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, দীনেশ এর লাশের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে । ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চত করা যাবে বলেনও জানান তিনি।
তবে স্থানীয়দের প্রাথমিক ধারনা অধিক চোলাইমদ পান করার কারনে তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।
পরেরদিন শুক্রবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হবে বলে থানা সুত্রে জানা গেছে।