Home » সিলেটে একদিনে করোনা রোগী শনাক্তের রেকর্ড

সিলেটে একদিনে করোনা রোগী শনাক্তের রেকর্ড

সিলেট জেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।বুধবার (২৭ মে) রাত সাড়ে দশটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে আরও ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে । তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৪২টি নমুনার ফল আসে পজিটিভ। যা সিলেট জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এদিকে বুধবার (২৭ মে) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৬ জনকে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *