Home » করোনায় সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুরের মৃত্যু

করোনায় সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুরের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) ভোর ৩টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সানবিমস স্কুলের উত্তরার প্রধান শাখার ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। নিলুফার মঞ্জুর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।
আব্দুল কাদের বলেন, ‘নিলুফার মঞ্জুরের প্রথম দুই বার করোনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবারও পরীক্ষার পর পজিটিভ আসে। তার নিউমোনিয়াও হয়েছিল। রাত ১২টার দিকে তিনি কোমায় চলে গিয়েছিলেন বলে সিএমএইচ থেকে তার ছেলেকে ফোন করে জানানো হয়েছিল। আমরা মৃত্যুর খবর পাই সাড়ে রাত ৩টার পর।’
তার স্বামী সৈয়দ মঞ্জুর এলাহীও করোনা আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *