রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে সিলেট জেলায় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩১০ জন। বিভাগের বাকি তিন জেলার মধ্যে হবিগঞ্জে ১৫৯, সুনামগঞ্জে ৯৮ ও মৌলভীবাজারে ৮৯ জন। সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৬৫৬ জন। সিলেট জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা তিনশ’ ছাড়িয়েছে। ইতোমধ্যে জেলার প্রতিটি উপজেলায় পাওয়া গেছে করোনা আক্রান্ত রোগী।
এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। শনিবার পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৯৪ জন।
বিভাগের চার জেলায় করোনা রোগীদের মধ্যে ৯২ জন হাসপাতালে রয়েছেন। এর মধ্যে সিলেটে ৩৭, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ৩৮ ও মৌলভীবাজারে ২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন আর সুস্থ হয়েছেন ১৭৮ জন।