Home » সিলেটে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ কোথায় কখন

সিলেটে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ কোথায় কখন

উন্মুক্ত স্থানে বড় আয়োজনে ঈদ জামাত আয়োজনে সরকারি নিষেধাজ্ঞার ফলে এবার সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে না। তবে পরস্পরের থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে একাধিক জামাতে নামাজ আদায় করা যাবে।সিলেট মহানগর এলাকায় মসজিদের সংখ্যা ১৭৫টি।

এর মধ্যে হ’জরত শাহ’জালাল (রহ.) মাজার ম’সজিদে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

হ’জরত শাহপরাণ (রহ.) মাজার ম’সজিদে একটি ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার ম’সজিদে একটি ঈদের জামাত হবে সকাল পৌনে ৯টায়।

বন্দর বাজারের কুদরত উল্লাহ জামে ম’সজিদে অনুষ্ঠিত হবে ৪টি ঈদ জামাত। এগুলো হবে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়।

একই এলাকায় কালেক্টরেট জামে ম’সজিদে ২টি ঈদের জামায়াত হবে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

সিলেট কেন্দ্রীয় জামে ম’সজিদে ঈদের একটি জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদ তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬ টায়, সাড়ে ৭ টায়, ও সাড়ে ৮ টায়।

শাপলাবাগ জামে মসজিদে ২টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৪৫ মিনিটে, ও সকাল ৮:৪৫ মিনিটে।

রাজপাড়া জামে মসজিদে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রেরিত নির্দেশাবলি অনুসরণপূর্বক বর্ণিত শর্তসাপেক্ষে সিলেট নগরবাসীকে ঈদের নামাজ জামায়াত আদায়ের জন্য অনুরোধ করা হয়। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাঁড়াতে হবে। এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। সম্মানিত মুসল্লিদের কে মাস্ক পরে এবং জায়নামাজ সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয় ।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *