Home » ঈদের আগে এমন শান্ত মহাসড়ক কখনো ঘটেনি

ঈদের আগে এমন শান্ত মহাসড়ক কখনো ঘটেনি

উত্তর-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার সিরাজগঞ্জ। রাজশাহীর ও রংপুর বিভাগের আটটি করে এবং খুলনা বিভাগের পাঁচ জেলার যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় চলাচল করে।

দেশের অন্যতম ব্যস্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কটি দিয়ে রাতদিন ২৪ ঘণ্টা হাজার হাজার পণ্যবাহী যানবাহন ও গণপরিবহণের যাতায়াত করে। আর ঈদের মতো বড় কোনো উৎসবের এক সপ্তাহ আগে থেকে জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের মহাসড়কগুলো।

কিন্তু করোনা মহামারি প্রতিরোধে গণপরিবহণ বন্ধ থাকায় এ বছরের ঈদে এসব মহাসড়কের চিত্র সম্পূর্ণ বিপরীত। শুক্রবার (২২ মে) সরেজমিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, নলকা মোড়, হাটিকুমরুল গোলচত্বর, ঘুড়কা বেলতলা, ভুইয়াগাঁতী ও চান্দাইকোনা বাজারে সরেজমিনে ঘুরে শান্ত মহাসড়কের বিরল চিত্র দেখা যায়। এসব রুটে গণপরিবহণ একেবারেই বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী ট্রাক, লরি ও পিকআপের পাশাপাশি কিছু সংখ্যক প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল করছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *