মাহে রমজানের শেষ শুক্রবার মুসলিম উম্মাহর কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। দিনটি ইবাদত–বন্দেগি ও জিকির-আসকারের মাধ্যমে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ দিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা। এদিকে, প্রতিবছর সিলেটের প্রতিটি মসজিদে জুমাতুল বিদা উপলক্ষে অতিরিক্ত মুসল্লির নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। তবে এবার করোনা পরিস্থিতিতে মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আগমন ও নামাজ আদায় করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে আজকের জুমাতুল বিদায় বিশ্বে চলমান ভয়াবহ করোনা পরিস্থিতি থেকে মুক্তি পেতে সব মসজিদেই জুম্মার নামাজ শেষে স্রষ্টার কাছে দু’হাত তুলে চোখের পানি ফেলে প্রার্থনা করবেন মুসল্লিরা। বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়।
প্রতিবছরের মতো এবারও সিলেটের মসজিদে-মসজিদে জুমআর নামাজ আদায় করবেন মুসল্লিরা। খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হবে। সিলেটের সব মসজিদেই আজ জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য-শান্তি এবং চলমান করোনা সংকট থেকে উত্তরণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
বার্তা বিভাগ প্রধান