Home » সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ঈদের উপহার সামগ্রী বিতরণ

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ঈদের উপহার সামগ্রী বিতরণ

সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া, বিপিএম মহোদয়ের অনুপ্রেরণায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা জনাব পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা জনাব আখতার হোসেনের উদ্যোগে অদ্য ২১ মে ,১২টি তৃতীয় লিঙ্গ পরিবার ও ১৪ টি হতদরিদ্র পরিবার মোট ২৬ (ছাব্বিশ) টি পরিবারকে করোনা ভাইরাসের কারণে মানবিক সহায়তা হিসেবে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন ।

উল্লেখ্য আজ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় হঠাৎ ১২টি তৃতীয় লিঙ্গ পরিবার হিজড়া বাউল সংগঠনের সভাপতি রানা ভূঁইয়ার নেতৃত্বে থানায় আসে এবং সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার ও অফিসার ইনচার্জ মোগলাবাজারের কাছে তারা আর্জি জানায় যে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে বর্তমানে তাদের আয় বন্ধ হয়ে যাওয়ায় তারা খুবই মানবেতর জীবন যাপন করছে। তারা লোকমুখে শুনতে পায় যে মোগলাবাজার থানা কর্তৃক প্রতিদিন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক হতে অসহায় মানুষদের কে সাহায্য করা হচ্ছে । কয়দিন পর ঈদ, তারা ঈদের সেমাই চিনির আনন্দ হতে বঞ্চিত হতে চায় না। এমতাবস্থায় তারা আশার বুক বেঁধে মোগলাবাজার থানায় এসেছে । তাদের এই অনুভূতির কথা জানার সাথে সাথে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা জনাব পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা জনাব আখতার হোসেন সমাজ হিতৈষী ব্যক্তিগণের সহযোগিতায় তাদের হাতে ঈদুল ফিতরের উপহার খাদ্য সামগ্রী তুলে দেন।

তাছাড়া তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা জনাব মোহাম্মদ সেলিম মিঞা ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *