Home » সিলেট করোনার নতুন এপি সেন্টার

সিলেট করোনার নতুন এপি সেন্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার  বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়। বুধবার দিবাগত রাত ২ টায় বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করেন। তবে এই ৪৫ জনের মধ্যে ৫ জনের দ্বিতীয়বার পরীক্ষায় করোনা ধরা পড়েছে। সে হিসেবে সিলেটে নতুন আক্রান্ত ৪০ জন।

এদিকে, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর দৈনিক প্রতিবেদন অনুযায়ী- গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সিটে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৪৫৯। বুধবারের ৪০ জনকে নিয়ে আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৯৯। এর মধ্যে সিলেট জেলায় ২২৫, সুনামগঞ্জে ৮২, হবিগঞ্জে ১৩১ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৬২ জন। তার মধ্যে সিলেটে ৪৭, সুনামগঞ্জে ৪১, হবিগঞ্জে ৭৩ ও মৌলভীবাজারে ১জন।  এদিকে, সিলেট বিভাগে করোনাকে জয় করে হাসপাতাল থেকে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ১৪৫ জন।  এর মধ্যে সিলেটে ২৮, সুনামগঞ্জে ৫০,  হবিগঞ্জে ৫৯ জন ও মৌলভীবাজারে ৮ জন।

আজ পর্যন্ত সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে ১১ জনের প্রাণ।  এর মধ্যে সিলেটে ৮, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।  সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *