গতকাল বুধবারও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুলকলিকে জরিমানা করা হয়েছে এবং ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করেছে র্যাব। এর আগে গত ১২ মে আরেকবার পণ্যে ভেজালের জন্য ফুলকলিকে জরিমানা করা হয়। র্যাব-৯ -এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, সিলেট নগরে ভেজালবিরোধী অভিযানে ২ টি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প)-এর একটি দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটে বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে সিলেট নগরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পণ্যের নিম্নমান, অপরিচ্ছন্ন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়। এর মধ্যে মিস্টার সুইটকে ১০ হাজার টাকা ও ফুলকলিকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়।
জরিমানাকৃত অর্থ পরে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
বার্তা বিভাগ প্রধান