বাংলাদেশের এক তরুণী অনলাইন মার্কেটিং-এর জন্য ফেসবুক লাইভে একটি ক্রিম নিয়ে আসেন। সে ক্রিমের কার্যকারিতে বর্ণনা করতে গিয়ে বলেন, যেসব কালো মেয়ে এই ক্রিম মাখবে তারা ফর্সা হয়ে। চোখ ট্যারা থাকলে সোজা হয়ে যাবে, সর্বোপরি পেটে এই ক্রিম মাখলে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হবে। লাইভ ভিডিওর এই অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি খেয়াল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের। এরপরই তরুণী তার বক্তব্যের জন্য ক্ষ’মা চেয়ে ফেসবুকে একটি ভিডিও দেয়। যেখানে তিনি তার ওই বক্তব্যের জন্য ক্ষ’মা চেয়ে বলেন, আমাই আমার ব’ক্তব্যের জন্য ক্ষ’মা চাইছি। ভবিষ্যতে এ ধরনের ভু’ল হবে না। আমি সাইবার আইন মেনে চলবো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রা’ইম বিভাগ জানিয়েছে, সাবু শপের মালিক আগের লাইভের ভিডিওর আ’পত্তিকর অংশের জন্য নিজের ভু’ল বুঝতে পেরেছেন ও স’ম্মানিত নে’টিজেনদের কাছে ক্ষ’মা চেয়েছেন। দয়া করে কেউ এসব নিয়ে ট্রল করে বা বাজে কমেন্ট করে অনলাইন দূ’ষিত করবেন না। জানবেন যে, এটাও একটা অ’পরাধ। কেউ ফিরে আসতে চাইলে তাকে নিজেদের করে নিন, এপ্রিসিয়েট করুন।’ পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রা’ইম বিভাগ জানায়, সবার সহনশীল আচরণে সাইবার স্পেস নি’রাপদ হোক। সাইবার নি’রাপত্তা ও অ’পরাধ দমন বিভাগ নি’রাপদ সাইবার স্পেইসের জন্য কাজ করে যাচ্ছে।