ডেস্ক নিউজ : আগামী তিন-চার সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি ওয়াশিংটন ও মিশিগানে একটি ক্যাম্পেইন র্যালির সময় এমন একটি সম্ভাবনা ব্যক্ত করেন। কোরিয় অঞ্চলকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে এটি ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার এক টুইটবার্তায় ট্রাম্প জানান, ‘মাত্রই আমি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন এর সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। তার সাথে আলোচনায় কিমের বৈঠকের স্থান ও ব্যবস্থাপনা নিয়েও কথা হয়েছে।
ট্রাম্পের বার্তায় আরো জানা যায়, চলমান আলোচনার বিষয়ে অবগত করতে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথেও কথা বলেছেন।
কিমের সাথে জাপানের নাগরিক অপহরণের বিষয়েও আলোচনা করবেন বলেও অ্যাবেকে জানিয়েছেন ট্রাম্প। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানান, তারা কিম-ট্রাম্পের আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে সিংগাপুরকে বিবেচনা করছেন। নেতা দ্বয়ের বৈঠকের আলোচনায় বসাকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার ম্যালকম টার্নবুল। রয়টার্স, ইয়ন নিউজ