সিলেট জেলার জৈন্তাপুুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের সেচ্ছাসেবী সামাজিক সংঘটন কৃষ্ণকলি তরুণ সং এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মধ্যে উপহার সরুপ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
(২০ মে) বুধবার বিকেল ৩টায় সংঘঠনের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মনে এ উপহার সামগ্রী বিতরণ করেন তারা ।তাছাড়াও বিশ্বব্যাপী করোনার এই ক্রান্তিলগ্ন গৃহবন্দি মানুষের মানসিক বিপর্যস্ততা কাটাতে প্রতিদিনই দেশী বিদেশী বিভিন্ন (বেতার ও টেলিভিশন) শিল্পীদের নিয়ে কৃষ্ণকলি তরুণ সংঘ তাদের নিজস্ব অনলাইন পেইজ বিনোদনের ব্যবস্থা করে যাচ্ছে।
এসময় সংঘঠনের সভাপতি পান্না ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক সহ অারো অনান্য সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক