Home » ডার্চ বাংলা ব্যাংকের সিলেট শাখা লকডাউন

ডার্চ বাংলা ব্যাংকের সিলেট শাখা লকডাউন

করোনাভাইরাসে আক্রান্ত হবার পর মঙ্গলবার থেকে ব্যাংকটির ওই শাখা লকডাউন করা হয়েছে। অনেক গ্রাহক মঙ্গলবার সকাল থেকে ব্যাংক চত্বরে ভিড় করলেও তাদেরকে ফিরিয়ে দেয়া হয়।

ওই কর্মকর্তা বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। তিনি সুস্থ আছেন বলেও জানিয়েছে ব্যাংক সূত্র। ওই কর্মকর্তার সংস্পর্শে আসা ব্যাংকের অন্য কর্মকর্তাদেরও স্যাম্পল সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ব্যাংক সূত্র।

ব্যাংকের জনৈক কর্মকর্তা জানান, ওই কর্মকর্তা সপ্তাহখানেক ধরে জ্বর-সর্দি কাশিতে ভুগছিলেন। এরপর তার শরীরের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। রবিবার রাতে তার করোনা পজিটিভ আসে বলে জানান ওই কর্মকর্তা। এরপর থেকে ওই কর্মকর্তা বাসায় আইসোলেশনে রয়েছেন।
প্রসঙ্গত, গত কিছুদিন ধরে ডাচ বাংলা ব্যাংকের সিলেট শাখায় গ্রাহকদের অস্বাভাবিক চাপ বেড়েছে। গ্রাহকদের লাইন ব্যাংকের প্রধান ফটক ছাপিয়ে বাইরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতো। লাইনে অনেক সময় সামাজিক দূরত্বও মানা হতো না। এ অবস্থায় ব্যাংকের একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন।
ব্যাংকের সিলেট শাখা লকডাউন হলেও আম্বরখানা, উপশহর ও দক্ষিণ সুরমা শাখায় গ্রাহকদের সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটির একাধিক সূত্র।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *