Home » কাষ্টঘরে করোনা রোগী শনাক্ত, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

কাষ্টঘরে করোনা রোগী শনাক্ত, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

গত রবিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা শনাক্ত হয়। সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি কাষ্টঘর এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।
করোনায় আক্রান্ত ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী। নগরীর জিন্দাবাজার এলাকার একটি মার্কেটে তার কাপড়ের ব্যবসা রয়েছে।
জানা গেছে, কয়েকদিন আগে তার শরীরে করোনায় উপসর্গ দেখা দিলে গত ১৫ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর রবিবার তার রিপোর্ট আসে পজেটিভ। তবে তিনি এখন সুস্থ আছেন বলে জানা গেছে। তিনি এখনও বাসাতেই অবস্থান করছেন।
তবে স্থানীয়রা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির রিপোর্ট আসার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকে বাসাটি লকডাউন কিংবা কোন ধরণের ব্যবস্থা নেয়া হয়নি। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক আরো বেড়ে গেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *