Home » অধ্যাপক মনোহর আলীর ইন্তেকাল

অধ্যাপক মনোহর আলীর ইন্তেকাল

খ্যাতিমান শিক্ষাবিদ ও সিলেটের ঐতিহ্যবাহী এম সি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মনোহর আলী আর নেই। আজ সোমবার (১৮ মে) ঢাকায় ছেলের বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভোগছিলেন।

আগামীকাল মঙ্গলবার বাদ ফজর চাঁদপুরে গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হবে।

অধ্যাপক মনোহর আলী ১৯৪৭ সালের ১৩ নভেম্বর চাঁদপুর জেলার তেতৈয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৬৮ সালে বিএ অনার্স এবং ১৯৬৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক মনোহর আলী ১৯৭৩ সালে এমসি ইন্টারমিডিয়েট কলেজে (বর্তমানে সিলেট সরকারি কলেজ) যোগদান করেন। ১৯৮৪ সালের মাঝামাঝি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে এম. সি কলেজে যোগদান করেন। ১৯৯৫ সালে অধ্যাপক হিসেবে  পদোন্নতি পেয়ে চাঁদপুর সরকারি কলেজে যোগদান করেন। কিছুদিন তিনি চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। পরে লক্ষ্মীপুর সরকারি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

মনোমুগ্ধকর পাঠদানের জন্য তিনি শিক্ষার্থীদের মাঝে আলাদা জায়গা করে নেন। তাঁর পাঠদান পদ্বতি বিষয়ভিত্তিক ভাব-ভঙ্গি উপলব্ধির সঙ্গে ছিলো পাঠপ্রতিক্রিয়ার এক গভীর সংযোগ। দীর্ঘদিন সিলেট এমসি কলেজে শিক্ষকতা করায় সিলেটের কয়েক প্রজন্মের কাছে প্রিয় শিক্ষক হয়ে উঠেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

গুণী এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *