লকডাউন ভেঙ্গে মানুষজন অসতর্কভাবে যেখানে-সেখানে ঘুরে বেড়ানোর কারণেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। তারা বলছেন- এখনই যদি মানুষ সতর্ক না হয় তাহলে চরম মূল্য দিতে হবে সিলেট বাসিকে ।
শনিবার (১৬ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্ত ছিলেন ১১৬ জন, গতকাল রবিবার ২৫ জনের মাধ্যমে এ সংখ্যা দাঁড়ায় ১৪১ জনে, আর আজ সোমবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট জেলায় আক্রান্ত হলেন আরও ১৩ জন। এভাবেই সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতি করোনায় আক্রান্তের সংখ্যা। একজন-দু’জন করে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সর্বশেষ গতকাল রবিবার রাত ১১টার দিকে সিলেট দক্ষিণ সুরমার বিএনপি নেতা দবির মিয়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ যেন নারায়ণগঞ্জের পথেই হাঁটছে সিলেট!
অপরদিকে, সিলেটবাসীর উদ্বেগ-উৎকণ্ঠা বাড়িয়ে দিয়ে আজ থেকে নগরের হাসান মার্কেট, হকার মার্কেটসহ বিভিন্ন মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও সিলেটের রাস্তা-ঘাট ও দোকান-মার্কেটে মানুষের উপচেপড়া ভিড়। যদিও এর আগে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেটের ব্যবসায়ীরা নগরের সব দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
হাসান মার্কেট ও হকার মার্কেট খোলার সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছেন সিলেটের সচেতন মহল। তারা বলছেন, যেখানেই জনসমাগম হবে সেখানেই এর সংক্রমণ বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে ব্যবসায়ীদের এই আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসা দরকার।
বার্তা বিভাগ প্রধান