ঠাকুরগাঁওয়ে ৩০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার জেলার পীরগঞ্জ উপজেলার তামলাই পুকুরের পর থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসন কচ্ছপটি দিনাজপুর বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
স্থানীয়রা জানান, পীরগঞ্জ উপজেলার তামলাই নামকস্থানে জনৈক আবু রায়হানের পুকুরের পানিতে ভেসে কিনারে কচ্ছপটি অবস্থান করে। এসময় স্থানীয় এলাকাবাসী কচ্ছপটি দেখে পুকুর কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কচ্ছপটি সেখান থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসনকে জানায়। উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখান থেকে কচ্ছপটি নিয়ে আসে। পরে উপজেলা প্রশাসন দিনাজপুর বনবিভাগকে খবর দিলে তারা এসে কচ্ছপটি নিয়ে যায়।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, আমরা কচ্ছপটি ঘটনাস্থল থেকে নিয়ে আসি। পরে দিনাজপুর বনবিভাগকে খবর দেই। তারা রাতেই তাদের কাছে কচ্ছপটি হস্তান্তর করি।
নির্বাহী সম্পাদক