Home » ঈদে উন্মুক্ত স্থানে বড় জমায়েত নয়

ঈদে উন্মুক্ত স্থানে বড় জমায়েত নয়

৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। বৃহস্পতিবার দুপুরে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সময় এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। উন্মুক্ত স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের বড় জমায়েত করা যাবে না। সেই সাথে ঈদের নামাজেও প্রযোজ্য হবে চলমান স্বাস্থ্যবিধি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি, এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ৩০ মে পর্যন্ত ছুটি থাকবে। এর মধ্যে শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক সব ছুটি অন্তর্ভূক্ত থাকবে।

১৫ দফায় বিভিন্ন শর্ত জুরে দেয়া হয়েছে সাধারণ ছুটির সঙ্গে। এরমধ্যে ঈদে বড় জমায়েত না করার কথাও বলা হয়েছে। ছুটিকালে বন্ধ থাকবে গণপরিবহণ, যাত্রীবাহী নৌযান, রেল ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল।

এছাড়া, ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানানো হয় প্রজ্ঞাপনে। করোনার সংক্রমণ ঠেকাতে ষষ্ঠ দফায় ১৪ দিন বাড়লো সাধারণ ছুটি। এ নিয়ে মোট দুই মাসেরও বেশি সময় সাধারণ ছুটি বহাল রাখলো সরকার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *